Landscape view not supported, please use protrait view!
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

এবারের নির্বাচনে শুক্রবার (৯ মে) সকাল থেকে শুরু হয় সদস্যদের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ শেষ হলে ওইদিনই সন্ধ্যা সাড়ে সাতটায় রিপোর্টার্স ইউনিটিতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।


নির্বাচনের ফলাফল অনুযায়ী, নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল।

দুই শাহীন ছাড়া আরও যারা এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন তারা হলেন সহসভাপতি আবুল খায়ের বুলবুল; উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা); কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক); প্রচার-প্রকাশনা ও দফতর সচিব ওয়াজেদ আলী বাবলু; আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব,জয়নাল আবেদীন (জয় সরকার), গাজী মাহবুব ও ডাঃ বুলবুল বিশ্বাস।