Landscape view not supported, please use protrait view!
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্র

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্র

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুজিব নগরে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কারিগরদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এর নাম "মুক্তিযোদ্ধা শিল্পী ও কলাকুশলী সমিতি"। জহির রায়হান সভাপতি, সৈয়দ হাসান ইমাম সাধারণ সম্পাদক, খসরু নোমান উপ-সাধারণ সম্পাদক, আব্দুল জব্বার খান কোষাধ্যক্ষ এবং সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, আলমগীর কবির, আবু মুসা দেবু, মমতাজ আলী, অরুণ রায়, সুবল দাস, সমর দাস, আজমল হুদা মিঠু, রাজু আহমেদ, এ. জে. মিন্টু, কবরী, ইকরাম বিজু সহ ১৩৩ (একশত তেত্রিশ) সদস্য মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই সংগঠন থেকে তারা মহান মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে বিভিন্নভাবে অবদান রেখেছিলেন। এই সংগঠন থেকে জহির রায়হানের নির্দেশনায় "ঝানাং এঘাং" নির্মিত হয়েছিল। এই চিত্রটি সারা বিশ্বে প্রদর্শিত হয় এবং বিশ্ব বিবেককে নাড়া দেয়। বিশ্বের বিবেকবান মানুষ আমাদের মহান মুক্তিযুদ্ধকে সমর্থন করে এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানায়। আমাদের স্বাধীনতা সংগ্রাম এগিয়ে চলেছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে। আমরা একটি স্বতন্ত্র ভূখণ্ড, একটি মানচিত্র এবং একটি পতাকা পেয়েছি।
আমরা রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। চলচ্চিত্রের স্রষ্টা হলেন একজন পরিচালক। বাংলাদেশের নাগরিক হিসেবে, আমরা চলচ্চিত্র পরিচালকরা বিশ্বাস করি যে সামাজিক অবক্ষয় রোধ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের সংহতকরণ, আদিবাসী সংস্কৃতি ও শিল্পের লালন ও বিকাশে আমাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি সুখী, সুন্দর এবং সমৃদ্ধ হয়। এটি কোনও একক কর্ম প্রচেষ্টায় সম্ভব নয়। এই বিশ্বাসে আলোকিত হয়ে, আমরা, বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ব্যানারে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের ভূমিকা পালনের শপথ নিচ্ছি।
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণায় এবং তাদের সক্রিয় সহযোগিতা এবং আরও কয়েকজন বিশিষ্ট পরিচালকের অংশগ্রহণে ১৯৭৩ সালে প্রথম স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হয়। সৈয়দ হাসান ইমামকে সভাপতি, আজিজুর রহমানকে সহ-সভাপতি এবং চাষী নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। তবে বিভিন্ন কারণে এই কমিটির মেয়াদ বাড়ানো হয়নি।

ইউনিয়ন স্মারকলিপি এবং ইশতেহার
১৯৮১ সালে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পুনর্গঠিত হয় যার সভাপতি ছিলেন জনাব আলমগীর কুমকুম এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব আমজাদ হোসেন। ১৯৭৪-৭৫ খ্রিস্টাব্দে একটি সংবিধান উপ-কমিটির মাধ্যমে সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। এই সংবিধান উপ-কমিটির সম্মানিত সদস্যরা হলেন সৈয়দ হাসান ইমাম, জনাব আলমগীর কুমকুম, আবুল বাশার, মাসুদ পারভেজ, আজমল হুদা মিঠু, শিবলী সাদিক, আজিজ মেহের, দিলীপ বিশ্বাস এবং এহতেশামুর রহমান। এরপর থেকে সময়ের বিবর্তন, পরিস্থিতির পরিবর্তন, কর্মকাণ্ডের ব্যাপক প্রসার, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়, পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একাধিক ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কারণে ১৯৯২-৯৩ সালে সমিতির সংশোধন ও সম্প্রসারণ প্রয়োজনীয় হয়ে পড়ে। নির্বাহী পরিষদ পরিষদের নির্বাহী সদস্য জনাব নাজমুল হুদা মিন্টুর উপর সংবিধান সংশোধনের দায়িত্ব অর্পণ করে। ২৬/৭/৯২ খ্রি. তারিখে ডাকা বিশেষ সাধারণ সভায় জনাব নাজমুল হুদা মিন্টু গঠনতন্ত্র সংশোধনের জন্য কিছু সংশোধনী উত্থাপন করেন। বিশেষ সাধারণ সভা আরও কিছু সংশোধনী সহ প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন করে।

এরপর যা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি-৯২ এর গঠনতন্ত্র হিসেবে বিবেচিত হয় এবং এই সংশোধিত গঠনতন্ত্রের অধীনে এখন পর্যন্ত সমিতির কার্যক্রম এবং নির্বাচন পরিচালিত হয়ে আসছে।
সমিতির নিবন্ধন স্মারকলিপি এবং সংবিধান সংশোধন

সম্মানিত সদস্যদের দীর্ঘদিনের দাবি এবং ২০০১-২০০৩ সালের নির্বাহী পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সমিতির নিবন্ধন এবং গঠনতন্ত্র সংশোধন করা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (২০০১-২০০৩) নির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করে এবং নিবন্ধনের জন্য আপ্রাণ চেষ্টা করে। ২৮শে জুলাই, ২০০২ তারিখে, সমিতির নিবন্ধন সনদ এবং সমিতি নিবন্ধন আইন, ১৮০ এর অধীনে নিবন্ধিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি স্মারকলিপির ধারা গ্রহণ করে। ২০০৩ সালে নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত নাজমুল হুদা মিন্টু, ৩০/৬/০২ খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন সভার সাধারণ সভায় সমিতির নিবন্ধন সনদ এবং স্মারকলিপি (ইউনিয়ন স্মারকলিপি) সংযুক্ত করে সংশোধনীটি উত্থাপন করেন।

সময়ের বিবর্তনে, চলচ্চিত্র শিল্প আজ অবসানের পথে। এর আলোকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্র সংশোধন ও সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। তাই, গত ১০/০৩/২০০৯ খ্রি. তারিখে, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি জনাব সাইদুর রহমান সাঈদকে আহবান করে এবং জনাব চাষী নজরুল ইসলাম, মহিউদ্দিন ফারুক, সেলিম আজম এবং মুশফিকুর রহমান গুলজারকে সদস্য এবং জনাব নাজমুল হুদা মিন্টুকে সদস্য সচিব মনোনীত করে। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়।

কমিটি প্রস্তাবিত সংশোধনীগুলি নির্বাহী পরিষদের অনুমোদনের জন্য সংশোধন করে।